• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ রবিউল আলম রবি

দেশ উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ২২ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। নতুন ও অপরীক্ষিত রাজনৈতিক শক্তি কর্তৃত্ববাদী শাসন কায়েমের চেষ্টা করছে, যা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে পারে একমাত্র পরীক্ষিত ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি।

রোববার ২১ ডিসেম্বর রাজধানী ধানমন্ডির পুরাতন মিনাবাজার বিএনপি'র নির্বাচনী কার্যালয়ে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, রাষ্ট্র আজ গভীর সংকটে। নতুন ও অপরীক্ষিত শক্তি কর্তৃত্ববাদী রাজনীতি কায়েমের চেষ্টা করছে। এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে পারে একমাত্র পরীক্ষিত ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি।

তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশে অস্থিতিশীলতা ও রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা বাড়ছে। ধর্মের অপব্যবহার, তরুণদের বিভ্রান্ত করা এবং নৈকট্যভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আবারও কর্তৃত্ববাদ কায়েমের চেষ্টা চলছে।

শেখ রবিউল আলম আরও বলেন, বিএনপি একটি দায়বদ্ধ ও অভিজ্ঞ রাজনৈতিক দল, যারা রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতি মোকাবিলায় সক্ষমতা প্রমাণ করেছে। দেশের এই সংকটময় সময়ে বিএনপি ক্ষমতায় না এলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু আন্দোলন নয়, এখন জনগণের কাছে গিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন, অতীতের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই দেশ নিরাপদ ও গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। এই নির্বাচনে জনগণের সমর্থনের মাধ্যমেই রাষ্ট্রকে সংকটমুক্ত করা সম্ভব। এ সময় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গানম্যান পেলেন নাহিদ-হাসনাত-সারজিস-জারা
গানম্যান পেলেন নাহিদ-হাসনাত-সারজিস-জারা
ঋণ কেলেঙ্কারির কাঠগড়ায় বিএনপির প্রার্থী আজাদ
নারায়ণগঞ্জ-২ ঋণ কেলেঙ্কারির কাঠগড়ায় বিএনপির প্রার্থী আজাদ
তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি
তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি