• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাজাপ্রাপ্ত

খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

আদালত প্রতিবেদক    ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এ.এম.
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা ভোগ করা রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন খালাস চেয়ে আপিল করেছেন। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপিল আবেদনে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’  হিসেবে দায়িত্ব পালন করছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ১৭ নভেম্বর মামলার রায়ের মাধ্যমে সাবেক এই আইজিপিকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। পরে আসামি থেকে তিনি রাজসাক্ষী হন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে: তাজুল ইসলাম
ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে: তাজুল ইসলাম
নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার চান ইনু
নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার চান ইনু