• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষ আর নেই

নিজস্ব প্রতিবেদক    ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পি.এম.
সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ (৭০) আর নেই। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে তিনি পারকিনসন রোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ধানমন্ডির বাসায় অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার স্ত্রী আভা রাণী ঘোষ জানান, সোমবার সকাল ১০টায় রাজধানীর বরদেশ্বরী কালী মন্দিরে ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সুকুমার রঞ্জন ঘোষের মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সদরে তার প্রতিষ্ঠিত ঝুমুর সিনেমা হলের সামনে একটি প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই শারীরিক অসুস্থতার কারণে ধীরে ধীরে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নের কারণে আলাদা গ্রহণযোগ্যতা অর্জন করেন সুকুমার রঞ্জন ঘোষ। তিনি মুন্সীগঞ্জের রাজনীতিতে আলোচিত ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। নিজের মালিকানায় সিনেমা হল ও ফিল্ম হাউস পরিচালনার পাশাপাশি একটি ওষুধ কোম্পানির মালিক ছিলেন তিনি। দীর্ঘদিন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন দিল দুর্বৃত্তরা
উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন দিল দুর্বৃত্তরা
হাদির মৃত্যুতে ধানমন্ডি ৩২-এ ভাঙচুর চালাচ্ছে ছাত্র-জনতা
হাদির মৃত্যুতে ধানমন্ডি ৩২-এ ভাঙচুর চালাচ্ছে ছাত্র-জনতা
শাহবাগে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ
শাহবাগে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ