• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাপান পুনরায় চালু হচ্ছে বিশ্বের বড় পারমাণবিক কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পি.এম.
পুনরায় চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নিইগাতায়-ছবি: সংগৃহীত

জাপানের নিইগাতা অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর প্রস্তুতি চলছে। আজ সোমবার  (২২ ডিসেম্বর) ভোটের মাধ্যমে কেন্দ্রটি চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কাশিওয়াজাকি–কারিওয়া পারমাণবিক কেন্দ্রটি ২০১১ সালের ভূমিকম্প ও সুনামির পর বন্ধ করা হয়েছিল। ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্র তৎকালীন দুর্ঘটনার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

জাপান এখন পর্যন্ত ৩৩টি চালুযোগ্য রিঅ্যাক্টরের মধ্যে ১৪টি পুনরায় চালু করেছে। কেন্দ্রটি টোকিও ইলেকট্রিক পাওয়ার কম্পানি (টেপকো) পরিচালিত হবে, যা ফুকুশিমা দাইইচি কেন্দ্রও পরিচালনা করেছিল।

নিইগাতা প্রিফেকচারে সোমবার প্রায় ৩০০ বিক্ষোভকারী কেন্দ্র পুনরায় চালুর বিরোধিতা করেন। তাদের ব্যানারে লেখা ছিল—‘নো নিউকস’, ‘কাশিওয়াজাকি–কারিওয়া পুনরায় চালুর বিরোধিতা করি’।

টেপকোর মুখপাত্র মাসাকাতসু তাকাতা বলেন, “আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে এমন দুর্ঘটনা আর কখনো ঘটবে না এবং নিঈগাতার বাসিন্দারা নিরাপদ থাকবেন।” অনুমোদন পেলে আগামী ২০ জানুয়ারি থেকে সাতটি রিঅ্যাক্টরের প্রথমটি পুনরায় চালু হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত
ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত
গ্রিসের উপকূলে নৌকা থেকে ৪৩৭ বাংলাদেশি উদ্ধার
গ্রিসের উপকূলে নৌকা থেকে ৪৩৭ বাংলাদেশি উদ্ধার
কেন বন্ধ হচ্ছে ডিভি লটারি?
কেন বন্ধ হচ্ছে ডিভি লটারি?