অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বাজেট বৃদ্ধি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বাজেট ব্যাপকভাবে বৃদ্ধি করেছেন। রোববার (২১ ডিসেম্বর) তিনি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইসিই ও সিবিপিকে প্রায় ১৭ হাজার কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।
চলতি অর্থবছরে এ সংস্থাগুলোকে ১ হাজার ৯০০ কোটি ডলার দেওয়া হয়েছিল। নতুন আদেশ অনুযায়ী ২০২৬-২০২৯ সালের তিন বছরে বার্ষিক ৫ হাজার ৬০০ কোটি ডলারেরও বেশি বরাদ্দ পাবে তারা।
কর্মকর্তরা আরও জানান, ২০২৬ সাল থেকে প্রতি বছর ১০ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন- প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন তিনি, তারপর সেদিনই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
তিনি সেই আদেশে স্বাক্ষরের পর থেকে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয় অবৈধ অভিবাসনবিরোধী অভিযান। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশের প্রায় ৬ লাখ ২২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সূত্র: রয়টার্স
ভিওডি বাংলা/জা





