দিনাজপুর-৬
ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের কক্ষ থেকে সোমবার (২২ ডিসেম্বর) বেলা ৩ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নবাবগঞ্জ উপজেলার ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর পক্ষে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
নবাবগঞ্জ উপজেলায় দায়িত্বরত কর্মকর্তা জিল্লুর রহমান এর কাছ থেকে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে মনোনয়ন পত্র উত্তোলন করলেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, গত জাতীয় নির্বাচনে এইভাবে স্ব-শরীরে উপস্থিত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারি নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করে রেখেছিল। দেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে, ভালো লাগছে এভাবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র উঠাতে পেরে।
এসময় উপজেলা জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর ইসলাম রাজা, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল, যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা / অলিউর রহমান মিরাজ/ আ







