• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসিকে আইনি জটিলতা নিরসনের অনুরোধ সালাউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক    ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পি.এম.
সালাহউদ্দিন আহমেদ-ছবি-ভিওডি বাংলা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে আইনি জটিলতা নিরসনের অনুরোধ করেছে। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচিত হয়েছে।

বৈঠক সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সিইসির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দলের অন্য দুই প্রতিনিধি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

সালাহউদ্দিন জানান, আরপিওর ১২ অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীকে কেবল ফৌজদারি মামলার তথ্য দিতে হয়। কিন্তু বর্তমানে জামিনের সার্টিফায়েড কপি বা অর্ডার শিট চাওয়া হচ্ছে, যা মূল আইনে নেই। তাই অতিরিক্ত কাগজপত্রের বোঝা না চাপিয়ে আইন অনুযায়ী তথ্য গ্রহণের অনুরোধ করা হয়েছে। এছাড়া ‘অভিযুক্ত’ শব্দের অর্থ কেবল আদালতের চার্জ গঠনের মাধ্যমে সীমাবদ্ধ করার স্পষ্টীকরণ চাওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে একটি প্রযুক্তিগত সংশোধনী প্রস্তাব করা হয়েছে। সাধারণত প্রতীক বরাদ্দের পর এজেন্ট নিয়োগ হয়। তার আগ পর্যন্ত প্রার্থী নিজেই যাতে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেজন্য বিধিতে ‘প্রার্থী অথবা নির্বাচনী এজেন্ট’ কথাটি ধারাবাহিকভাবে লেখার অনুরোধ জানানো হয়েছে। কমিশন বিষয়টি গুরুত্বসহ দেখার আশ্বাস দিয়েছে।
 
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব সরকারের। নির্বাচন চলাকালীন কমিশন কেবল কর্মকর্তাদের বদলি বা নিয়োগ নিয়ন্ত্রণ করতে পারে। জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্নের চেষ্টা নিন্দনীয়: ইসরাক
মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্নের চেষ্টা নিন্দনীয়: ইসরাক
হাদি হত্যার দুষ্কৃতিকারীদের পুলিশ খুঁজে পায় না কেন? প্রশ্ন রিজভীর
হাদি হত্যার দুষ্কৃতিকারীদের পুলিশ খুঁজে পায় না কেন? প্রশ্ন রিজভীর
এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের মাথায় গুলি
এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের মাথায় গুলি