• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কক্সবাজার-১

সালাহউদ্দিন আহমদ-এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

   ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পি.এম.
কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারই প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেবে এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের প্রতীক ‘ধানের শীষে’ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ জানিয়ে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী,সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
ময়মনসিংহ-৩ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
৩ ফসলি কৃষিজমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রি
সারিয়াকান্দি ৩ ফসলি কৃষিজমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রি