• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ’লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

সুদের টাকা না দেওয়ায় পরিবারকে ১৯ মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পি.এম.
১৯টি মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন। সংগৃহীত ছবি

দুই মাসের সুদের টাকা পরিশোধ করতে না পারায় চাঁপাইনবাবগঞ্জে একটি পরিবারের বিরুদ্ধে ১৯টি মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে। 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের একটি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী নারী নাফিসা আনজুম ঐশী। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী নিজেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আত্মীয় পরিচয় দিয়ে পরিবারটিকে নতুন নতুন রাজনৈতিক মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন।

ভুক্তভোগী নাফিসা আনজুম ঐশীর বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবোরপুর গ্রামে। তার স্বামী একই গ্রামের এসলাম আলীর ছেলে আসিফ আলমগীর একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে নাফিসা আনজুম ঐশী বলেন, মোহাম্মদ আলী একজন সুদ কারবারি। বিষয়টি না জেনে বিশেষ প্রয়োজনে কয়েক দফায় তার কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্প রেখে মোট ২৫ লাখ ২০ হাজার টাকা ধার নেওয়া হয়। এর মধ্যে ১৩ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে, যার সব ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। প্রতি লাখে মাসিক দুই হাজার টাকা করে সুদ দেওয়া হলেও টানা দুই মাস সুদ দিতে না পারায় তিনি পুরো টাকার দাবিতে আমাদের পরিবারের বিরুদ্ধে ১৯টি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, আমার মা, ভাই, শাশুড়ি ও স্বামীসহ পরিবারের প্রায় সবাইকে মামলার আসামি করা হয়েছে। এমনকি যে আইনজীবী মামলায় আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাকেও আসামি করা হয়েছে। হয়রানির উদ্দেশ্যে ঢাকা, রাজশাহী ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া হয়েছে। এতে পুরো পরিবার চরম ভোগান্তি, মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

সংবাদ সম্মেলনে নাফিসা আনজুম ঐশীর স্বামী আসিফ আলমগীরসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোহাম্মদ আলীর সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
ময়মনসিংহ-৩ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
৩ ফসলি কৃষিজমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রি
সারিয়াকান্দি ৩ ফসলি কৃষিজমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রি