মির্জা আব্বাস
তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বিএনপি। লাখো মানুষ জড়ো করার কোনো পরিকল্পনা দলের পক্ষ থেকে নেওয়া হয়নি বলে জানালেও স্বতঃস্ফূর্তভাবে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় মির্জা আব্বাস বলেন, জাতি বর্তমানে শঙ্কার মধ্যে রয়েছে। তবে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অসহযোগিতা বা প্রতিবন্ধকতা নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, কোটি মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন এবং শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হিসেবে নিবন্ধন করবেন।
ভিওডি বাংলা/ আরিফ






