ইসলামী গণতান্ত্রিক পার্টি
ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে

দেশের উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কমিটির অবস্থান ব্যক্ত করেছে। দলটির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টারে হামলার ঘটনার মধ্য দিয়ে সরাসরি গণতন্ত্র, মুক্তমতকে আক্রমণ করা হয়েছে। সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই অবস্থার মোকাবিলা করতে হবে।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যান এম এ আউয়ালের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতাদের আলোচনায় এই অবস্থান ব্যক্ত করা হয়।
ইসলামী গণতান্ত্রিক পার্টি অত্যন্ত বেদনার সাথে স্মরণ করছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। তরুণ এই নেতার হত্যার সুষ্ঠু তদন্ত ও সুবিচারের দাবি জানাই। পাশাপাশি তার মৃত্যুকে কেন্দ্র করে দেশের দুই প্রধান সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানাচ্ছে।
সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল নেতৃত্বাধীন ইসলামী গণতান্ত্রিক পার্টি মনে করে, রাজনৈতিক কোনও নেতার হত্যাকাণ্ডের বিচার দাবিও তার মর্যাদার প্রতি মনোযোগ না দিয়ে মুক্তমতের উপর হামলার ঘটনা প্রমাণ করে এর পেছনে বাংলাদেশবিরোধী চক্রান্ত রয়েছে।
ইসলামী গণতান্ত্রিক পার্টি মনে করে, দেশকে নতুন করে অস্থির করে তোলার পেছনে ষড়যন্ত্র আছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এই হামলা। আমরা অত্যন্ত বিচলিতবোধ করছি, সরকার এখনো পর্যন্ত কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।
দুঃখজনকভাবে, দেশে একজন সনাতন ধর্মাবলম্বীকে প্রকাশ্যে জীবন্ত পিটিয়ে মেরা ফেলা হয়েছে, এ ঘটনায় নোবেলজয়ী সরকার প্রধানের কোনও অবস্থান দেখা যায়নি। অত্যন্ত নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পুরো পরিস্থিতিতে আমরা বিএনপিসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর কাছে আহ্বান করছি, বাংলাদেশকে রক্ষা ও জনগণকে সুষ্ঠু নেতৃত্ব দিয়ে আগামী দিনে শান্তি নিশ্চিত করার জন্য।
আলোচনায় দলের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এএইচএস/ আরিফ





