• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। মোতায়েন করা হয়েছে বিজিবির ডগ স্কোয়াডও। এর আগে সোমবার দুপুর ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদারকে গুলি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয় তাকে।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গুলির ঘটনায় জড়িতরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় তল্লাশি, টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি কাঁটাতারের বেড়াবিহীন সীমান্ত এলাকাগুলোও সিলগালা করা হয়েছে। অতিরিক্ত বিজিবির ২০ টহল দল ও ১০টি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তের প্রতিটি পয়েন্টে সর্বোচ্চ সতর্কতায় তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। খুলনায় গুলির ঘটনায় জড়িতরা যেন কোনোভাবেই সীমান্ত পথে পালাতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ/এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুদের টাকা না দেওয়ায় পরিবারকে ১৯ মামলা
আ’লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ সুদের টাকা না দেওয়ায় পরিবারকে ১৯ মামলা
সালাহউদ্দিন আহমদ-এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ
কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমদ-এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ
প্রভাব দেখিয়ে রাস্তা দখলের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার
প্রভাব দেখিয়ে রাস্তা দখলের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার