পুত্রবধূদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ‘নিষিদ্ধ’

রাজস্থানের জালোর জেলার একটি গ্রাম পঞ্চায়েত ২৬শে জানুয়ারি থেকে ১৫টি গ্রামের পুত্রবধূ ও তরুণী নারীদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কোনো পুত্রবধূ বা তরুণী জনসমাগমপূর্ণ অনুষ্ঠান কিংবা প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। তাদের স্মার্টফোনের পরিবর্তে কেবল কীপ্যাড মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেয়া হবে।
রোববার (২২ ডিসেম্বর) জালোর জেলার গাজিপুর গ্রামে চৌধুরী সম্প্রদায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন ১৪ পট্টির (উপ-বিভাগ) সভাপতি সুজনরাম চৌধুরী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, পঞ্চ হিম্মতরাম এই সিদ্ধান্তের ঘোষণা দেন। হিম্মতরামের বক্তব্য অনুযায়ী, পঞ্চায়েত সদস্য ও সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, পুত্রবধূ ও তরুণী নারীরা শুধু ফোনে কথা বলার জন্য কীপ্যাড মোবাইল ব্যবহার করবেন। চৌধুরী আরও জানান, পড়াশোনার প্রয়োজনে যেসব স্কুলপড়ুয়া মেয়েদের মোবাইল ফোন দরকার, তারা শুধু বাড়ির ভেতরে তা ব্যবহার করতে পারবে।
তবে তারা বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। পঞ্চায়েতের এই সিদ্ধান্ত নিয়ে আপত্তির জবাবে চৌধুরী বলেন, এই ব্যবস্থা নেয়া হয়েছে কারণ অনেক সময় বাড়ির নারীদের মোবাইল ফোন শিশুদের হাতে চলে যায়, যা তাদের চোখের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেন, কিছু নারী দৈনন্দিন কাজের সময় শিশুদের ব্যস্ত রাখতে মোবাইল ফোন তাদের হাতে তুলে দেন, যা সমস্যার সৃষ্টি করছে।
ভিওডি বাংলা/ এমএম





