দেবের উদ্বেগ প্রকাশ, যুদ্ধ নয়, শান্তিতে বাঁচার আহ্বান

ছায়ানট ভবনে হামলা এবং ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব।
ভারতীয় গণমাধ্যমকে দেব বলেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যেন শান্তিতে থাকে-হিন্দু হোক, মুসলমান হোক বা খ্রিষ্টান। গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে। দেশ বাঁচানোর নামে অর্ধেক টাকা অস্ত্র কেনায় চলে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “মাঝে মাঝে সত্যিই ভয় লাগে। খবর দেখলে মনে হয় এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে-ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চীন। কিন্তু এই আতঙ্ক কখনোই কাম্য নয়।”
দেব যোগ করেন, “মানুষের চাহিদা খুব সামান্য-দুইবেলার খাবার আর মাথার ওপর একটি ছাদ। নিজের মানুষগুলোকে ভালো রাখা, অন্যকে মারার প্রয়োজন নেই। যদি এখনই এমন ঘটনা ঘটে, ভবিষ্যতে আরও ভয়াবহ সময় আসতে পারে।”
তিনি শেষ করেন, “সিনেমা চলুক বা না চলুক, আমরা সবাই যেন ভালো থাকি। শান্তিতেই বাঁচতে পারি-এই প্রার্থনাই করি।”
দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টলিউড তারকা দেব ছাড়াও অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, অভিনেত্রী কোয়েল মল্লিক ও সংগীতশিল্পী প্রমিতা মল্লিক।
ভিওডি বাংলা/জা





