• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান

বিনোদন ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পি.এম.
মেহজাবীন-আদনান - ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৩ বছরের লুকোচুরি আর প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে ঘিরে ভক্তদের আগ্রহ যেন আরও বেড়েছে।

ব্যস্ত কাজের শিডিউল থেকে সাময়িক বিরতি নিয়ে বর্তমানে তারা অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে। সেখানে কাটানো একান্ত ও আনন্দঘন মুহূর্তের বেশ কিছু মনোমুগ্ধকর ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নীল সমুদ্র আর আকাশের মেলবন্ধনের মাঝে একে অপরের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন এই দম্পতি। কোনো ছবিতে নীল দিগন্তের দিকে তাকিয়ে থাকা, আবার কোনো ছবিতে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তারা-যা মুহূর্তেই ভক্তদের হৃদয়ে দোলা দিয়েছে।

সমুদ্রবিলাসের পাশাপাশি সাইকেলিংয়েও মেতেছেন মেহজাবীন-আদনান। চোখে রোদচশমা, ক্যাজুয়াল পোশাকে রিসোর্টের চারপাশে সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলোও ক্যামেরাবন্দী করেছেন তারা। মেহজাবীনের শেয়ার করা এই ছবির অ্যালবাম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ বীরদের দেশ: প্রেস সচিব
বাংলাদেশ বীরদের দেশ: প্রেস সচিব
বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ
খুনিকে জীবিত গ্রেপ্তার চাই বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ
দ্রোহের প্রতীক- শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়
মিজানুর রহমান আজহারি দ্রোহের প্রতীক- শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়