• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জ

ড্রেজার থেকে গণঅধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পি.এম.
গণঅধিকার পরিষদ নেতা। ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন যমুনা নদীর বালুবাহী ড্রেজার থেকে গণঅধিকার পরিষদের এক নেতার মরদেহ উদ্ধার করেছে চৌহালী নৌ থানা পুলিশ।

জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীতে চলমান একটি ড্রেজার থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাপিজুল ইসলাম হাপিজ (৩১) এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।

জানা গেছে, নিহত হাপিজসহ কয়েকজন মিলে জালালপুর, আড়কান্দি ও পাড়ামোহনপুর এলাকায় বালির ব্যবসা করতেন। গত রোববার (২১ ডিসেম্বর) রাতে একটি ড্রেজারের বাল্কহেডে সহযোগীদের সঙ্গে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে এনায়েতপুর থানা পুলিশ ও চৌহালী নৌ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন, বলেন নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই এবং প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হয়েছে। নিহত হাপিজ রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন৷ পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে৷

ভিওডি বাংলা/ মো. দিল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিল ভরাটে পথে বসেছে অষ্টগ্রামের জেলেরা
ইজারা বাতিলের দাবি বিল ভরাটে পথে বসেছে অষ্টগ্রামের জেলেরা
আলিম খান হত্যার বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন
পাংশা আলিম খান হত্যার বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন
পুত্রবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
পুত্রবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে