হাতিয়ায় ভয়াবহ সংঘর্ষে পাঁচজনের মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—সামছু উদ্দিন ও আলা উদ্দিন। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় মনির মেম্বার গ্রুপ ও শান্ত গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, যা বিকেলে আরও ভয়াবহ রূপ নেয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চর দখলকে কেন্দ্র করে হাতিয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। জাগলার চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।
ভিওডি বাংলা/ আ







