রাজশাহী মহানগর বিএনপির বর্ণাঢ্য র্যালি

আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে নগরীর বাটার মোড় থেকে এ র্যালি শুরু হয়। র্যালিটি নগরীর বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া, সোনাদিঘীর মোড়, মনিচত্বর, সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে গনকপাড়া হয়ে ফের বাটার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা চলো চলো ঢাকা চলো, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সফল করোসহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে নেতৃত্ব দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু।
আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন সৈকত, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সহসভাপতি এ্যাড. ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় বিএনপির নেতাকর্মী দিয়ে জনসমুদ্র তৈরি হবে। মিছিলের নগরীতে পরিণত হবে। আগামীর বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ।
ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/ আ






