• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রবিউল আলম

বিএনপি কখনোই দুর্বৃত্তায়ন, দখলদারিত্ব প্রশ্রয় দেয় না

নিজস্ব প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পি.এম.
ঢাকা–১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। ছবি: ভিওডি বাংলা

ঢাকা–১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, বর্তমান সরকারের নীতির কারণে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ সম্প্রসারণ তো হচ্ছেই না, বরং বিদ্যমান গ্যাস সংযোগগুলোও টিকিয়ে রাখার উদ্যোগ নেই। ফলে জরাজীর্ণ পাইপলাইন সংস্কার বা প্রতিস্থাপনের জন্য কোনো প্রকল্প কিংবা অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, “আমি নিজ উদ্যোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, বিদ্যমান সংযোগগুলো রিপ্লেসমেন্টের জন্য প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দ প্রয়োজন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে আগ্রহী নয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ত্রীর হাজারীবাগে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন।

রবিউল বলেন, নির্বাচনের পর যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে এবং জনগণ তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন, তাহলে ঢাকা–১০ আসনের গ্যাস সংকট দ্রুত ও কার্যকরভাবে সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শেখ রবিউল আলম রবি বলেন, এলাকায় রাহাজানি, চাঁদাবাজি বা বহিরাগত দুষ্কৃতকারীদের তৎপরতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করা হয়েছে। 

তিনি বলেন, “কোনো আন্ডারওয়ার্ল্ড, দুর্বৃত্ত বা প্রভাবশালী গোষ্ঠী যদি জনগণের ওপর চাপ প্রয়োগ করে, ভয়ভীতি দেখায় বা অনৈতিক সুবিধা নিতে চায়, তাহলে সরাসরি আমাকে জানাবেন। প্রয়োজনে শক্ত হাতে দমন করা হবে।

তিনি জোর দিয়ে বলেন, বিএনপি কখনোই দুর্বৃত্তায়ন, দখলদারিত্ব বা ক্ষমতার অপব্যবহারকে প্রশ্রয় দেয় না। দলীয় পরিচয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমি প্রথমেই ভোট চাইতে আসিনি। তবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কার হাতে যাবে, কে আপনাদের প্রকৃত প্রতিনিধিত্ব করবে সেটা বিবেচনার দায়িত্ব জনগণের। আপনারা সঠিক সিদ্ধান্ত নিলে রাষ্ট্রে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে ভোটাধিকার না থাকায় জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ছিল না। এবার আমরা আর ভুল করতে চাই না। জনগণের সন্তান, ভাই ও প্রতিবেশী হিসেবে আমি আপনাদের পাশে থেকে অধিকার আদায়ে কাজ করতে চাই।

তিনি বলেন, গ্যাসের পাশাপাশি পানি সরবরাহ, বিদ্যুৎ বিল জটিলতা, যানজট ও পরিচ্ছন্নতার মতো সমস্যাগুলোও নির্বাচনের পর রাষ্ট্রীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।

ভিওডি বাংলা/ এএইচএস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বতন্ত্র হিসেবে ভোটে লড়বেন রুমিন ফারহানা
বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র হিসেবে ভোটে লড়বেন রুমিন ফারহানা
৩১ দফা রাষ্ট্র সংস্কারে নিহিত বাংলাদেশের ভবিষ্যৎ: আবদুস সালাম
৩১ দফা রাষ্ট্র সংস্কারে নিহিত বাংলাদেশের ভবিষ্যৎ: আবদুস সালাম
জোটের সমঝোতায় বাদ পড়লেন খালেদা জিয়ার ভাগ্নে তুহিন
জোটের সমঝোতায় বাদ পড়লেন খালেদা জিয়ার ভাগ্নে তুহিন