• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাবিবুর রশিদ

গণতান্ত্রিক অধিকার ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই

নিজস্ব প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পি.এম.
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা এবং সবার জন্য একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাদারটেক আদর্শ পাড়া এলাকাবাসীর আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, “আমরা এমন একটি দেশ চাই, যে দেশটি সবার হবে। অনেক ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি। কিন্তু জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হলে এই অর্জনের পূর্ণতা আসে না।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হলে জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহিতা থাকে না। আর জবাবদিহিতা না থাকলে জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়। এ কারণেই তিনি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান, যেখানে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারবে।

তিনি  এলাকায় আন্দোলন-সংগ্রামে নিহত ও প্রয়াত নেতাকর্মী এবং মুরুব্বিদের স্মরণ করেন। তিনি বলেন, “এই পথে চলতে গিয়ে আমরা অনেককে হারিয়েছি। আজ যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এর পেছনে অনেক সহযোদ্ধার রক্ত, ঘাম ও ত্যাগ রয়েছে। আমি এটিকে কোনো পুরস্কার নয়, বরং একটি কঠিন দায়িত্ব হিসেবে দেখি।

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি ছাত্রদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক কারণে দীর্ঘ সময় কারাবরণ করেছেন। তবে তিনি কখনোই ব্যক্তিগত প্রতিহিংসা বা ক্ষমতার অপব্যবহারের রাজনীতিতে বিশ্বাস করেন না।

এলাকার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-৯ একটি জনবহুল ও অনুন্নত এলাকা। এখানে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কবরস্থানসহ নানা মৌলিক অবকাঠামোর ঘাটতি রয়েছে। সুযোগ পেলে এসব সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

দলীয় অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ হবে ১৮ কোটি মানুষের বাংলাদেশ যেখানে থাকবে ভোটাধিকার, বাকস্বাধীনতা, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা।

তিনি আরও বলেন, “যদি বিএনপি ক্ষমতায় আসে, দলীয় পরিচয়ে কেউ অন্যায় করলে তাকে আমি কোনো আশ্রয় দেব না। ইনশাআল্লাহ, অন্যায়কারীরা আমার কাছ থেকে প্রশ্রয় পাবে না।

জাতীয় কর্মসূচির কথা তুলে ধরে তিনি বনায়ন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা এবং সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

 তিনি  বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার শহীদ ও সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

তিনি বলেন, “ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ এই আদর্শ নিয়েই আমরা এগোতে চাই। আপনারা আমাকে যে স্নেহ ও ভালোবাসা দিয়েছেন, তা যেন আমি আজীবন ধরে রাখতে পারি এই দোয়া চাই।তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলের দোয়া কামনা করেন।

ভিওডি বাংলা/ এএইচএস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বতন্ত্র হিসেবে ভোটে লড়বেন রুমিন ফারহানা
বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র হিসেবে ভোটে লড়বেন রুমিন ফারহানা
৩১ দফা রাষ্ট্র সংস্কারে নিহিত বাংলাদেশের ভবিষ্যৎ: আবদুস সালাম
৩১ দফা রাষ্ট্র সংস্কারে নিহিত বাংলাদেশের ভবিষ্যৎ: আবদুস সালাম
জোটের সমঝোতায় বাদ পড়লেন খালেদা জিয়ার ভাগ্নে তুহিন
জোটের সমঝোতায় বাদ পড়লেন খালেদা জিয়ার ভাগ্নে তুহিন