• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন ও গণভোটের গান ঢাকা বিভাগে রিলিজ

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে দেশের আটটি বিভাগের জন্য আটটি গান তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকা বিভাগের জন্য নির্মিত গানটি রিলিজ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একসঙ্গে মুক্তি পায় ঢাকা বিভাগের গানটি। গানটি গেয়েছেন স্টোইক ব্লিস খ্যাত কাজী।

পর্যায়ক্রমে আটটি গানই প্রকাশ পাবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।  এর আগে, গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট
বিমানবন্দর এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ
বিমানবন্দর এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ