লিবিয়ায় সেনাপ্রধান নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

তুরস্ক থেকে ফেরার পথে একটি প্রাইভেট জেট বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মেদ আলি আহমেদ আল-হাদ্দাদসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় লিবিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
বুধবার (২৪ ডিসেম্বর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার লিবিয়ার সরকার অব ন্যাশনাল ইউনিটির (জিএনইউ) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক পালন করা হবে। এ সময় সব সরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হবে এবং সব ধরনের আনুষ্ঠানিক অনুষ্ঠান ও উদযাপন স্থগিত থাকবে।
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৭
বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের ধৈর্য কামনা করা হয়।
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এবং তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে একটি সরকারি প্রতিনিধিদল আঙ্কারায় পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, আঙ্কারা থেকে লিবিয়ার উদ্দেশে যাত্রা করা ফ্যালকন–৫০ মডেলের একটি প্রাইভেট জেট আঙ্কারার দক্ষিণে হায়মানা জেলায় বিধ্বস্ত হয়। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটি রাত ৮টা ১০ মিনিটে আঙ্কারার এসেনবোবা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়ন করে এবং রাত ৮টা ৫২ মিনিটে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়। জরুরি অবতরণের একটি সংকেত পাঠানো হলেও পরে আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। বিমানে আল-হাদ্দাদসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন।
এ দুর্ঘটনার সময় লিবিয়া ইতালীয় উপনিবেশ থেকে মুক্তির ৭৪তম বার্ষিকী উপলক্ষে ২৪ ও ২৫ ডিসেম্বর স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। তবে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে এবারের উদযাপন শোকাবহ পরিবেশে পালিত হবে।
ভিওডি বাংলা/জা






