টপ নিউজ
সিইসির সঙ্গে এনসিপির বৈঠক দুপুরে
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পি.এম.

ছবি-ভিওডি বাংলা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা এবং সার্বিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।
বুধবার (২৪ ডিসেম্বর) এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা বৈঠকে অংশ নেবেন।
নির্বাচন কমিশন ভবনে আজ দুপুর ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে গানম্যান দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা




