• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তালায় বিষ মিশিয়ে ঘুঘু-কবুতর হত্যার ঘটনায় বন বিভাগের জিডি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি    ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পি.এম.
সরিষার ক্ষেতে বিষ মিশিয়ে ঘুঘু ও কবুতর হত্যা-ছবি-ভিওডি বাংলা

সাতক্ষীরার তালা উপজেলায় সরিষার ক্ষেতে বিষ মিশিয়ে বীজ ছিটানোর ফলে ঘুঘু ও কবুতর পাখির দল মারা যাওয়ায় খুলনা বন বিভাগ অভিযুক্তের বিরুদ্ধে তালা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বন বিভাগ সূত্রে জানা গেছে, সরিষার বীজে বিষ মিশানোর কারণে পাখিগুলো বিষক্রিয়ায় মারা যায়। বিষয়টি জানার পর খুলনা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্তে বন্যপ্রাণি সংরক্ষণ আইনের লঙ্ঘনের প্রমাণ পান।

খুলনা বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় বন্যপ্রাণি হত্যা, শিকার বা ক্ষতিসাধন শাস্তিযোগ্য অপরাধ। এই আইনের প্রেক্ষিতে তালা থানায় জিডি দায়ের করা হয়েছে। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, বন বিভাগের দায়েরকৃত জিডি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় পরিবেশবাদী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বন্যপ্রাণি সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।  

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ভয়াল সেই রাতের চার বছর
লঞ্চে অগ্নিকাণ্ড ভয়াল সেই রাতের চার বছর
দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে মহড়া
দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে মহড়া