• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আরিফ হত্যা মামলা

সুব্রত বাইনের মেয়ে বিথীর ফের ৪ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পি.এম.
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথী। সংগৃহীত ছবি

যুবদল নেতা আরিফ সিকদার হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানার মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিথীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা জানান, গত ১৮ ডিসেম্বর একই মামলায় খাদিজা ইয়াসমিন বিথীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাজহারুল ইসলাম গত ১৬ ডিসেম্বর বিথীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে ১৪ ডিসেম্বর কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালতে শুনানি

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে বলেন, আগের রিমান্ডে তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। পুনরায় রিমান্ড চাওয়ার যৌক্তিকতা নেই। তিনি দুই সন্তানের জননী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করে বলেন, সামনে জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। খাদিজা ইয়াসমিন বিথীর কাছ থেকে মামলার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

আসামির বক্তব্য

শুনানিতে খাদিজা ইয়াসমিন বিথী বলেন, তিনি মামলার বিষয়ে কিছুই জানেন না। তার বাবা অপরাধী হলে সেটার দায় তিনি নেন না। তিনি একজন কর্মজীবী নারী এবং তার ছোট সন্তান রয়েছে, যাদের বর্তমানে প্রতিবেশীরা দেখাশোনা করছে।

মামলার পটভূমি

মামলার নথি থেকে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন। এ ঘটনায় তার বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেন। পরে আরিফের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

এর আগে এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৮৬ মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল সাড়ে ৪ লাখ
২৮৬ মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল সাড়ে ৪ লাখ
ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান-আনিসুলের ফোনালাপ
ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান-আনিসুলের ফোনালাপ
খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল
সাজাপ্রাপ্ত খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল