তারেক রহমানের আগমন হবে ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনা: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন হবে দেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। তিনি আশা প্রকাশ করেন, এ উপলক্ষে মানুষের উপস্থিতি হবে যেকোনো সময়ের তুলনায় এক বিশাল জনসমুদ্র। ঐতিহাসিক প্রেক্ষাপটে নেতাকে বরণ করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ প্রত্যাগত প্রবাসী দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, আগামীকাল আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন। তাকে সংবর্ধনা জানানোর জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ উপস্থিত হবেন। সবাই সুশৃংখলভাবে আমাদের নেতা তারেক রহমানকে অভ্যর্থনা জানাবো। এই অভ্যর্থনা হবে এক ঐতিহাসিক অভ্যর্থনা। সকল নেতাকর্মীকে অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিতি হওয়ার জন্য আহবান জানান তিনি।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি ও ধানের শীষ জয়লাভ করবে এটা শুধু দেশের মানুষ নয়, সারা দুনিয়াই জানে। এর কোনো বিকল্প নেই। তবে তিনি সতর্ক করে বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন নির্বাচন যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সহজ নয়। নানা চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন শামসুজ্জামান দুদু। তিনি বলেন, নির্বাচিত সরকার জনগণের সরকার হবে, কারণ দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণ এই সরকার অর্জন করতে যাচ্ছে।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, প্রত্যাশা পূরণ না হলে হতাশ হওয়ার সুযোগ নেই। নিজেদের ভেতরের কিছু অসঙ্গতি থাকলেও তা ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন ও সরকার গঠন না হলে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, শেখ হাসিনার সময়ে দেশে লাখ লাখ মামলা হয়েছে, বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে, হত্যা ও গুমের ঘটনা ঘটেছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। এসব কারণেই তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থী হত্যার প্রসঙ্গ তুলে ধরে শামসুজ্জামান দুদু বলেন, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের অসংখ্য তরুণকে নির্বিচারে হত্যা করা হয়েছে, যা জাতি সহজে ভুলে যেতে পারে না। তিনি বলেন, “যারা এখনো শেখ হাসিনার প্রতি মমতা দেখান বা কান্নাকাটি করেন, তাদের বলবো এর কোনো লাভ নেই। কর্মের পরিণতি কর্মের মধ্যেই নির্ধারিত হয়।
তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করেন। তিনি বলেন, `তিনি এখনো অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহই জীবনের একমাত্র মালিক। আমরা তার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে, দেশবাসীকে ও আমাদের সবাইকে রক্ষা করেন।'
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, সালাউদ্দিন খান পিপিএম, সংগঠনটি সভাপতি এসএম সোহরাব হোসেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনসহ প্রমুখ।
ভিওডি বাংলা/জা




