• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৪ বছরেই বিশ্বরেকর্ড: ডি ভিলিয়ার্সকে ছাড়াল বৈভব

স্পোর্টস ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পি.এম.
বৈভব সূর্যবংশী। সংগৃহীত ছবি

বয়স মাত্র ১৪ বছর ২৭২ দিন। যে বয়সে অধিকাংশ কিশোর বড় ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর, সেই বয়সেই একের পর এক বিশ্বরেকর্ড নিজের নামে লিখিয়ে চলেছেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী।

বিজয় হাজারে ট্রফির ২০২৫–২৬ মৌসুমের উদ্বোধনী দিনেই লিস্ট-এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার ইতিহাস গড়েছেন তিনি। এখানেই থেমে থাকেননি—ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম ১৫০ রানের ১০ বছর পুরনো বিশ্বরেকর্ড।

বুধবার অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে খেলতে নেমে মাত্র ৫৯ বলে ১৫০ রান করে ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলেন বৈভব। শেষ পর্যন্ত তিনি খেলেন ৮৪ বলে ১৯০ রানের এক বিধ্বংসী ইনিংস। যেখানে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২২৬.১৯।

লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের রেকর্ডটি এতদিন ছিল এবি ডি ভিলিয়ার্সের দখলে। তিনি ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। বৈভব সেখানে পৌঁছান মাত্র ৫৯ বলেই। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের জস বাটলার (৬৫ বলে ১৫০ রান)।

এদিন বৈভব লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কৃতিত্বও অর্জন করেন। ১৪ বছর ২৭২ দিনে এই রেকর্ড গড়ে তিনি পেছনে ফেলেন পাকিস্তানের জহুর এলাহিকে, যিনি ১৯৮৬ সালে ১৫ বছর ২০৯ দিনে এই কীর্তি গড়েছিলেন।

দ্রুততম সেঞ্চুরির তালিকায়ও নিজের নাম তুলেছেন বৈভব। মাত্র ৩৬ বলে ক্যারিয়ারের প্রথম লিস্ট-এ সেঞ্চুরি করেন তিনি। এটি ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। মাত্র এক বলের জন্য আনমোলপ্রীত সিংয়ের (৩৫ বলে সেঞ্চুরি) রেকর্ড ভাঙতে পারেননি। তবে সামগ্রিকভাবে কোরে অ্যান্ডারসনের সঙ্গে যৌথভাবে লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির মালিক এখন বৈভব।

আইপিএল ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে আগেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন এই তরুণ। তবে ঘরোয়া ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে (লিস্ট-এ) এটি তার প্রথম সেঞ্চুরি—আর সেটিই হয়ে উঠল ইতিহাসের অংশ।

লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ১৫০ (বলের হিসাবে)

বৈভব সূর্যবংশী: ৫৯ বল (অরুণাচল প্রদেশের বিপক্ষে, ২০২৫), এবি ডি ভিলিয়ার্স: ৬৪ বল (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১৫), জস বাটলার: ৬৫ বল (নেদারল্যান্ডসের বিপক্ষে, ২০২২)।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার জয়
লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার জয়
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান যুব দল
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান যুব দল
সেভিয়ার বিপক্ষে জয়ে বার্সার ওপর চাপ বাড়াল রিয়াল
সেভিয়ার বিপক্ষে জয়ে বার্সার ওপর চাপ বাড়াল রিয়াল