• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একক ভোটের ঘোষণা এলডিপির

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পি.এম.
এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। সংগৃহীত ছবি

বিএনপির সঙ্গ ত্যাগ করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় স্বার্থ ও সাংগঠনিক ভবিষ্যৎ বিবেচনায় এলডিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে।

এ সময় এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নুরুল আলম তালুকদার, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন সকালে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

ভিওডি বাংলা/ এসএইচ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রক্তের ঋণ শোধের সময় এসেছে’: তারেক রহমান
‘রক্তের ঋণ শোধের সময় এসেছে’: তারেক রহমান
অসুস্থ মায়ের কাছে এভারকেয়ারে তারেক রহমান
অসুস্থ মায়ের কাছে এভারকেয়ারে তারেক রহমান
ছবিতে তারেক রহমানের ফেরা
ছবিতে তারেক রহমানের ফেরা