• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পি.এম.
তারেক রহমানের দেশে ফেরার দিন উপলক্ষে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলমুক্ত রাখার ঘোষণা-ছবি-ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে রাজধানীর বিমানবন্দর এলাকা সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা দুই ঘণ্টার জন্য টোলমুক্ত থাকবে।

প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত যানবাহন চলাচল করতে পারবে টোল ছাড়াই।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করতে, রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে।

সংবর্ধনা সমাবেশকে কেন্দ্র করে একদিন আগ থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ৩০০ ফিট এলাকায় জড়ো হতে শুরু করেছেন। ব্যানার, ফেস্টুন, স্লোগান ও উচ্ছ্বাসে পুরো সমাবেশস্থল এখন উৎসবের আমেজে মুখরিত। দলীয় সূত্র জানিয়েছে, এই সংবর্ধনা সমাবেশে জনসমুদ্রের সৃষ্টি হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মগবাজার ফ্লাইওভার থেকে ছোঁড়া ককটেলে পথচারী নিহত
মগবাজার ফ্লাইওভার থেকে ছোঁড়া ককটেলে পথচারী নিহত
হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আরও ১১ জন
প্রথম আলো-দ্য ডেইলি স্টার হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আরও ১১ জন
শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ
২৪-২৫ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ