প্রেস সচিব
ওসমান হাদি ইস্যু সর্বোচ্চ গুরুত্বে তদন্ত করছে সরকার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ওসমান হাদির ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এ ঘটনায় দেশের সব নিরাপত্তা সংস্থা একযোগে কাজ করছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম জানান, পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা তদন্তে নিয়োজিত রয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তারা মূল সন্দেহভাজন নন, তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আশপাশের ব্যক্তিরা আটক হয়েছেন। তদন্তে কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার এ তদন্তে সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে এবং আইন মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার বিচার হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সরকার তার প্রত্যাবর্তনকে স্বাগত জানায়। প্রয়োজনীয় নিরাপত্তা বিষয়ে তার দলের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে এবং দলটির চাহিদা অনুযায়ী বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি বলেন, তার নিরাপত্তার বিষয়টি মূলত তার দল দেখছে, তবে সরকার যেসব সহযোগিতা চাওয়া হচ্ছে, তা প্রদান করছে।
মার্কিন ফরেন কমিটির চিঠি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, তিনি ব্যক্তিগতভাবে ওই চিঠি দেখেননি এবং এ বিষয়ে অবগত নন। তবে আওয়ামী লীগ প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট—দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত রয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে। ফলে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।
ভিওডি বাংলা/ এসএইচ/ আ


