• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শান্তি চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনে নির্বাচন হবে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পি.এম.
ভলোদিমির জেলেনস্কি-ছবি: এএফপি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শান্তি চুক্তি স্বাক্ষরের পর দেশের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের খসড়া পরিকল্পনার সর্বশেষ সংস্করণ অনুযায়ী, রাশিয়ার আক্রমণ বন্ধ করার চুক্তি স্বাক্ষরের পর যত দ্রুত সম্ভব ইউক্রেনে নির্বাচন আয়োজন করা হবে।

জেলেনস্কি বলেন, ‘মস্কোয় পাঠানো সর্বশেষ নথিতে বলা হয়েছে, চুক্তি স্বাক্ষরের পর নির্বাচন করা উচিত।’ তিনি আরও বলেন, ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবের সর্বশেষ সংস্করণে মস্কোর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। মায়ামিতে চলতি সপ্তাহে তিনি আলোচনায় নতুন ২০-দফা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন।

অন্যদিকে, মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের আক্রমণের কারণে টুলা অঞ্চলের বাণিজ্যিক এলাকায় আগুন লেগেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, কমপক্ষে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

অপরদিকে মস্কোর দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। ওই এলাকার কাছেই কিছুদিন আগেই গাড়িবোমা হামলায় একজন জেনারেল নিহত হন। দেশটির তদন্তকারীদের দাবি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা ওই হামলা চালিয়েছে।

রুশ তদন্ত কমিটি জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টার সময় বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত হন।
 
এক বিবৃতিতে বলা হয়েছে, যখন পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তির দিকে এগিয়ে যান তখন একটি বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৭
বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৭
ভারত বাংলাদেশে নজর দিলে জবাব দেবে পাকিস্তান: কামরান
ভারত বাংলাদেশে নজর দিলে জবাব দেবে পাকিস্তান: কামরান
মেক্সিকান নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫
মেক্সিকান নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫