• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রণকৌশল

প্রশিক্ষণ নিলেন নেত্রকোণার ৫ আসনের ‘চীফ এজেন্ট’গণ

নেত্রকোণা প্রতিনিধি    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পি.এম.
প্রশিক্ষণ নিলেন নেত্রকোণার ৫ আসনের ‘চীফ এজেন্ট’গণ। ছবি: ভিওডি বাংলা

বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা এবং নির্বাচনী রণকৌশল তৃণমূলে পৌঁছে দিতে গতকাল ঢাকা রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মশালায় দেশের ৩০০টি সংসদীয় আসনের মনোনীত প্রতিনিধিদের ‘চীফ এজেন্ট’ হিসেবে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

নেত্রকোণার ৫ আসনে মনোনীত প্রার্থী ও প্রতিনিধিগণ

​উক্ত কর্মশালায় নেত্রকোণা জেলার পাঁচটি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের পক্ষে নির্দিষ্ট প্রতিনিধিরা (চীফ এজেন্ট) অংশ নেন। তারা হলেন,
​নেত্রকোণা-১ (দুর্গাপুর ও কলমাকান্দা) : মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল-এর পক্ষে প্রতিনিধি হিসেবে অংশ নেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনাব এজমল হোসেন পাইলট।

​নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর ও বারহাট্টা) : মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আনোয়ারুল হক-এর পক্ষে ছিলেন নেত্রকোণা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব কামরুল হক।

​নেত্রকোণা-৩ (কেন্দুয়া ও আটপাড়া) : মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী-এর পক্ষে প্রতিনিধি হিসেবে ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান মজনু।

​নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী) : মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর -এর পক্ষে অংশ নেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব ইমরান খান চৌধুরী।

​নেত্রকোণা-৫ (পূর্বধলা) : মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার-এর পক্ষে ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হাবিবুর রহমান ফকির ।

এক যৌথ বার্তায় নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেন, “আমরা জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের প্রতিনিধিরা জনগণের কাছে বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দেবেন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্র ব্যবস্থাপনায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন।”
ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো ও পরিকল্পনা

​প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি আগামীতে সরকার গঠন করলে জনস্বার্থে কী কী পদক্ষেপ নেবে তা বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
​কৃষক ও ফ্যামিলি কার্ড: কৃষকদের উন্নয়ন ও মধ্যবিত্ত-নিম্নবিত্ত পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
​শিক্ষা ও স্বাস্থ্য: যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা এবং সবার জন্য আধুনিক চিকিৎসাসেবা।

​আইনের শাসন: মেধার ভিত্তিতে নিয়োগ এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা।
প্রশিক্ষণপ্রাপ্ত এই প্রতিনিধিরাই নিজ নিজ সংসদীয় আসনে ‘চীফ এজেন্ট’ হিসেবে নির্বাচনী সকল কৌশল ও কেন্দ্র ব্যবস্থাপনার মূল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ভয়াল সেই রাতের চার বছর
লঞ্চে অগ্নিকাণ্ড ভয়াল সেই রাতের চার বছর
দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে মহড়া
দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে মহড়া