নলছিটি
মাদরাসা'র নামে জমি জবরদখল অভিযোগ ভুক্তভোগীদের

ঝালকাঠির নলছিটি পৌরসভাধীন সূর্যপাশা গ্রামে কওমি মাদরাসা প্রতিষ্ঠার নামে ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম ইমাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এ অভিযোগে বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নলছিটি পৌর এলাকার সূর্যপাশা গ্রামের ভুক্তভোগী জনগোষ্ঠী। সাংবাদিক সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আনোয়ার হোসেন চুন্নু।
তিনি জানান, কয়েক বছর আগে নলছিটি–বরিশাল আঞ্চলিক সড়কের পাশে সূর্যপাশা গ্রামে সম্মিলিতভাবে একটি কওমি মাদরাসা প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার দপদপিয়া ইউনিয়নের সাইফুল ইসলাম ইমাম এলাকাবাসীর কাছে প্রস্তাব দেন। আলোচনার পর এলাকাবাসী এতে সম্মত হন। এরপর মাদরাসার জন্য ওই এলাকার দু–একজনের কাছ থেকে কিছু জমি কিনে এলাকাবাসীকে না জানিয়ে এবং পাশবর্তী জমির মালিকদের সঙ্গে সীমানা নির্ধারণ না করেই অভিযুক্ত ইমাম বালু ভরাটের কাজ শুরু করেন।
বালু ভরাটের সময় তিনি তার ক্রয়কৃত জমির পাশাপাশি পাশবর্তী অন্য মালিকানাধীন জমিও ভরাট করে মাদরাসা ভবন নির্মাণ কাজ শুরু করেন। এতে বাধা দিলে ভুক্তভোগীদের ওপর তৎকালীন আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দিয়ে হুমকি–ধমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত হন আনোয়ার হোসেন চুন্নু, নূরে আলম, শাহ আলম, মাহবুবুর রহমান, রশিদ খলিফা প্রমুখ।
আনোয়ার হোসেন চুন্নু আরও জানান, অভিযুক্ত সাইফুল ইসলাম ইমাম ঢাকার সরকারি গ্যাস চোরাচালান সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। তার এই অবৈধ গ্যাস ব্যবসা নিয়ে ডিবিসিসহ একাধিক ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিবেদন প্রচারিত হলেও রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকাবাসী জমি উদ্ধার করতে সক্ষম হলেও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কথা বিবেচনায় তারা সরাসরি দখলমুক্ত করেননি। বরং সামাজিকভাবে সমাধানের লক্ষ্যে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস বৈঠক হয়। ভুক্তভোগীরা কাগজপত্র জমা দিলেও সাইফুল ইসলাম ইমাম এখন পর্যন্ত কোনো কাগজপত্র জমা দেননি এবং উল্টো ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়।
এলাকাবাসী কাজ বন্ধ করলে অর্থের বিনিময়ে কিছু বিভ্রান্ত সাংবাদিক দিয়ে প্রকৃত মালিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে কয়েকটি অনলাইন পোর্টাল ও একটি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করানো হয় বলেও অভিযোগ করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, গাজীপুরের শাহ আলমবাড়ি এলাকায় সাইফুল ইসলাম ইমামের সিএনজি ও তিতাস গ্যাস চুরির ব্যবসা এখনো চলমান রয়েছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধে দুদক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান (হেলাল) খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সরওয়ার হোসেন তালুকদারসহ ভুক্তভোগী এলাকাবাসী।
ভিওডি বাংলা/ মশিউর রহমান রাসেল/ আ




