নাসিরুদ্দিন
শাপলা কলি প্রতীকেই নির্বাচন করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায়। এনসিপির পক্ষ থেকে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে, যেন ঘোষিত তারিখ কোনোভাবেই পিছিয়ে না যায় এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাওয়া হয়েছে।
সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে ইসির ওপর আস্থা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে কিছু বিশৃঙ্খলা রয়েছে এবং ফ্যাসিবাদের কিছু দোসর এখনও সক্রিয়। তবে নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনেরই। বিভিন্ন জায়গায় অনিয়মের তথ্য কমিশনকে জানানো হয়েছে। আঞ্চলিক অফিসগুলো আরও সক্রিয় করা গেলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে তারা সক্ষমতা বাড়াচ্ছে এবং প্রথমবারের মতো তিন বাহিনীর সঙ্গে বৈঠক করেছে।
১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, বাংলাদেশে আশঙ্কা থাকলেও তা মোকাবিলা করেই নির্বাচন করতে হবে। এজন্য কমিশনকে ছোট কোনো ভুল না করার আহ্বান জানানো হয়েছে, যাতে নির্বাচনের তারিখ পিছিয়ে না যায়। পাশাপাশি মনোনয়ন জমার সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধও করা হয়েছে।
অন্য দলের প্রতীকে নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, এনসিপি অন্য কোনো দলের প্রতীকে নির্বাচন করবে না। ইলেকটোরাল অ্যালায়েন্স করা হলেও দলটি শাপলা কলি প্রতীকেই নির্বাচন করবে। অন্য দলগুলোকেও নিজস্ব স্বকীয়তা বজায় রাখার আহ্বান জানান তিনি।
নির্বাচন নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, একজন প্রার্থী ইতোমধ্যে হত্যার শিকার হয়েছেন, যা উদ্বেগজনক। এনসিপির প্রার্থীদের নির্বাচন কমিশনের বিধিমালা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং কমিশনকেও সব দলের প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এসএইচ/ আরিফ




