• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জানা গেল তারেক রহমানের সফরসঙ্গীদের তালিকা

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পি.এম.
তারেক রহমান। সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তাকে স্বাগত জানাতে দলটির পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে। সংবর্ধনায় অংশ নিতে সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা রাজধানীতে জড়ো হচ্ছেন।

তারেক রহমানের সফরসঙ্গীরা কারা থাকছেন—তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনারে পরিচালিত বিজি-২০২ ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের জন্য ছয়টি টিকিট কেনা হয়েছে।

সূত্র জানায়, ওই ছয়জন হলেন—তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তা কামাল উদ্দিন।

তবে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সঙ্গে একই ফ্লাইটে আসছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া নিজস্ব অর্থায়নে বিজনেস ক্লাসের টিকিট কেটে একই ফ্লাইটে যাচ্ছেন বিএনপির বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে রয়েছেন মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খসরুজ্জামান খসরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দিন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রব্বানী, মঈন উদ্দিন, জুবায়ের বাবু, এম এ সালাম, ডালিয়া লাকুরিয়া প্রমুখ।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি নেতারাও ইকোনমি ক্লাসে টিকিট কেটেছেন। এ ছাড়া তারেক রহমানের গৃহকর্মীরাও ফ্লাইটে থাকছেন। সব মিলিয়ে ওই ফ্লাইটে ৫০ জনের বেশি যাত্রী থাকবেন বলে জানা গেছে।

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, তারেক রহমান পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিয়ে দেশে ফিরছেন। পাশাপাশি অনেকেই নিজ নিজ উদ্যোগে একই ফ্লাইটে যাত্রা করছেন।

এদিকে বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রস্তুত সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের সংবর্ধনায় কত মানুষ উপস্থিত হবে, তা অনুমান করা কঠিন। এটি হবে অত্যন্ত বড় পরিসরের আয়োজন। তিনি বলেন, বিশ্বনেতাদের ক্ষেত্রেও নিরাপত্তা ঝুঁকি থাকে, যা স্বাভাবিক। এ বিষয়ে সরকারের সহায়তার জন্য বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এসএইচ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রক্তের ঋণ শোধের সময় এসেছে’: তারেক রহমান
‘রক্তের ঋণ শোধের সময় এসেছে’: তারেক রহমান
অসুস্থ মায়ের কাছে এভারকেয়ারে তারেক রহমান
অসুস্থ মায়ের কাছে এভারকেয়ারে তারেক রহমান
ছবিতে তারেক রহমানের ফেরা
ছবিতে তারেক রহমানের ফেরা