• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনী-৩

মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদ মাহমুদ মাসুদ

ফেনী প্রতিনিধি    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পি.এম.
খালেদ মাহমুদ মাসুদ। ছবি: ভিওডি বাংলা

যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঁইয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তিনি সোনাগাজী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরবর্তীতে আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ ক ম ইসহাক সাহেবের সুযোগ্য সন্তান। পারিবারিকভাবেই তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে জড়িত।

খালেদ মাহমুদ মাসুদ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে একাধিকবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

এছাড়া তার ছোট ভাই হাসান মাহমুদ বর্তমানে সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে খালেদ মাহমুদ মাসুদ ফেনী-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
নড়াইল কুরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
মাদরাসা'র নামে জমি জবরদখল অভিযোগ ভুক্তভোগীদের
নলছিটি মাদরাসা'র নামে জমি জবরদখল অভিযোগ ভুক্তভোগীদের
‘জাতীয় পুষ্টি নীতি ২০১৫’ পর্যালোচনার আঞ্চলিক পর্যায়ে পরামর্শমুলক সভা
‘জাতীয় পুষ্টি নীতি ২০১৫’ পর্যালোচনার আঞ্চলিক পর্যায়ে পরামর্শমুলক সভা