ফেনী-৩
মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদ মাহমুদ মাসুদ

যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঁইয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তিনি সোনাগাজী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরবর্তীতে আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ ক ম ইসহাক সাহেবের সুযোগ্য সন্তান। পারিবারিকভাবেই তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে জড়িত।
খালেদ মাহমুদ মাসুদ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে একাধিকবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
এছাড়া তার ছোট ভাই হাসান মাহমুদ বর্তমানে সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে খালেদ মাহমুদ মাসুদ ফেনী-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
ভিওডি বাংলা/ জহির আদনান/ আ




