১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা বাফুফের

কোচ পিটার বাটলার ইস্যুতে বিদ্রোহের পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে অধিনায়ক করেই সাফ নারী ফুটসালের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে।
আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থাইল্যান্ডে যথাক্রমে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট শুরু হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুই দলেরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে।
নারী ফুটসালের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন ২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য মার্জিয়া এবং দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমী। তবে প্রাথমিক দলে থাকা উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুতি ইসলাম স্মৃতি চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন।
২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে বাংলাদেশ নারী দল অংশ নিয়েছিল। সে টুর্নামেন্টেও সাবিনার অধিনায়কত্বে খেলেছিল বাংলাদেশ। সাত বছর পর আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশ নারী ফুটসাল দল, আর এবারও নেতৃত্বে রয়েছেন সাবিনা খাতুন।
অন্যদিকে একই টুর্নামেন্টের জন্য ঘোষিত পুরুষ ফুটসাল দলে তেমন চমক নেই। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটসাল বাছাইয়ে যিনি অধিনায়ক ছিলেন, সেই কানাডা প্রবাসী রাহবার খানই আবারও আর্মব্যান্ড পাচ্ছেন। নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইমান আলম।
বাংলাদেশ নারী দল : সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জুলি।
ভিওডি বাংলা/ আ



