• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রবিউল আলম

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পি.এম.
শেখ রবিউল আলম রবি। ছবি: ভিওডি বাংলা

ঢাকা–১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি এলাকাকে মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, বিএনপির ছত্রছায়ায় কেউ যদি মাদক ব্যবসা, চাঁদাবাজি বা সন্ত্রাসে জড়িত থাকে, তাহলে কোনো সংকোচ না করে তাকে জানাতে হবে। দলীয় পরিচয় বিবেচনা না করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানী ধানমন্ডির হাজারীবাগের ২২ নং ওয়ার্ডের সালেহা স্কুলে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন।

শেখ রবিউল আলম রবি বলেন, ঘনবসতিপূর্ণ ও সংকীর্ণ রাস্তাঘাটের এই এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারীদের চলাফেরা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে পরিবার-পরিজন, নারী ও শিশুদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, “রাষ্ট্রের মালিক জনগণ। নাগরিক হিসেবে নিরাপত্তা পাওয়া আপনাদের অধিকার। কিন্তু অবকাঠামো, আবাসন ও নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন বলে আমার মনে হয়েছে। এই অবস্থার অবসান ঘটাতে হবে।

মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই প্রার্থী বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। জনগণ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সম্মিলিত উদ্যোগেই মাদক সমস্যার সমাধান সম্ভব। একই সঙ্গে মাদকাসক্তদের পুনর্বাসন এবং নতুন করে কেউ যেন মাদকে জড়াতে না পারে, সে ব্যবস্থাও নিতে হবে।

নির্বাচন সামনে রেখে সময় স্বল্পতার কথা স্বীকার করে তিনি বলেন, নির্বাচনের আগে দেড় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে নির্বাচনের পর এলাকাবাসীর সঙ্গে বসে পরিকল্পিতভাবে সব সমস্যার সমাধানে কাজ করবেন বলে আশ্বাস দেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শেখ রবিউল আলম রবি বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি ভোট চাইছেন। নির্বাচিত হলে সংসদে এলাকাবাসীর ন্যায্য অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

 তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনারা সঠিক সিদ্ধান্ত নিলে উন্নয়ন হবে, নিরাপদ সমাজ গড়ে উঠবে। বিএনপির পাশে থাকুন, ধানের শীষে ভোট দিন।

এ সময় স্থানীয় বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এএইচএস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিমানবন্দরে ভিড় না করার আহ্বান
তারেক রহমানের প্রত্যাবর্তন সিলেট বিমানবন্দরে ভিড় না করার আহ্বান
ভবিষ্যত রাজনীতির বাতিঘর তারেক রহমান
ভবিষ্যত রাজনীতির বাতিঘর তারেক রহমান
বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা
বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা