• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

'লিডার আসছে' স্লোগানে মুখর ৩০০ ফিট হাইওয়ে এলাকা

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পি.এম.
'লিডার আসছে' স্লোগানে মুখর ৩০০ ফিট হাইওয়ে এলাকা। ছবি: ভিওডি বাংলা

নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে পূর্বাচলের ৩০০ ফিট হাইওয়ে এলাকা ঘুরে দেখা যায়, কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীতে ভরপুর। কেউ কেউ এলাকাভিত্তিক গোল জটলা পাকিয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ বিক্ষিপ্তভাবে স্লোগান দিচ্ছেন। সবার মনেই উৎসবের আমেজ। একটা স্লোগান মুখে মুখে বাজছে, 'লিডার আসছেন'। এছাড়া নেতা কর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো সমাবেশস্থল ‘উৎসবকেন্দ্রে' পরিণত করেছেন। 

এদিকে নেতাকর্মীদের খাবারের যোগান দিতে পথে পথে হরেক রকমের খাবার এবং পানি বিক্রি করছেন হকাররা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা নেতাকর্মীদের এক মিলন মেলায় পরিণত হয়েছে পূর্বাচলের ৩০০ ফিট হাইওয়ে এলাকা। এছাড়া কিছুদূর পর দেখা গেছে স্পিকার সম্মিলিত ট্রাক। দানা গান বাসে এসব স্পিকারে। গানের বিটার তালে তালে কর্মীরা আরো উজ্জীবিত হচ্ছেন।

রাত ৯ টার দিকে মঞ্চ এলাকা পরিদর্শনে এসেছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলমসহ তার বহর। এছাড়া পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশের অসংখ্য সদস্য।

রংপুর থেকে আজকেই সমাবেশ এলাকায় এসেছেন বিএনপির একজন কর্মী রাজু আহমেদ। তিনি বলেন, বহু বছর পর নেতা দেশে আসছেন। এটা আমাদের কাছে উৎসবের দিন। সব কষ্ট ভুলে আমরা এখানে এসেছি উদযাপন করতে। নেতা আসার মধ্য দিয়ে আমাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।

সরিষাবাড়ি থেকে আসা রফিকুল ইসলাম বলেন, আমাদের দীর্ঘ একটা সময় নির্যাতন সহ্য করে পার করতে হয়েছে। গ্রাম থেকে অনেক মানুষ উচ্ছাস নিয়ে এসেছে শুধু আমাদের লিডারের এই দেশে আসাকে উদযাপন করতে। আমরা অনেক আনন্দিত। আজকের এই রাত আমাদের কাছে চাঁদ রাতের মত মনে হচ্ছে। আমরা সারারাত এখানে থাকবো, উদযাপন করব।

কুড়িগ্রাম রৌমারী থেকে এসেছেন নুর আলম খান হিরো। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের নেতা আসছে এই আনন্দের দিন ঘরে বসে থাকা যায় না । তাই বিকালে চলে এসেছি।

জানা গেছে, বিমানবন্দর থেকে এসে সরাসরি সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩০০ ফিট এলাকা সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হয় বিশাল সংবর্ধনা মঞ্চ। দিন-রাত কঠোর পরিশ্রমে ব্যস্ত সময় কাটিয়েছেন শ্রমিকরা। গত রোববার দুপুর থেকেই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। মঞ্চ বানানো হয়েছে ৪৮-৩৬ ফিট। সংবর্ধনা কমিটির সদস্যরা দিন-রাত তদারকি করে আয়োজনকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করছেন। দায়িত্ব প্রাপ্ত নেতারা এলাকায় সব সময় খোঁজখবর রাখছেন। সমাবেশ ঘিরে মঞ্চ প্রস্তুতের পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকাজুড়ে মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। গত মঙ্গলবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্মিত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। আজকেই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। সুতরাং ২৫ ডিসেম্বর এখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে। এ ব্যাপারে আমরা নিশ্চিত।

ভিওডি বাংলা/ এএইচএস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আরও ১১ জন
প্রথম আলো-দ্য ডেইলি স্টার হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আরও ১১ জন
শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ
২৪-২৫ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ