• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পি.এম.
তারেক রহমান। সংগৃহীত ছবি

বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো  এক বাণীতে তারেক রহমান বলেন, বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ দিনটি খ্রিস্টানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত, কারণ ক্ষমা, করুণা ও মানবপ্রেমের দিশারী মহান যীশু খ্রিস্ট এই দিনে পৃথিবীতে আবির্ভূত হন।

তারেক রহমান বলেন, যীশু খ্রিস্ট মানুষে মানুষে সম্প্রীতির মহাবার্তা নিয়ে এসেছিলেন। সব ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও দশের কল্যাণে একযোগে কাজ করতে হবে।

বাণীতে তিনি আরও বলেন, বিশ্বের একটি বড় জনগোষ্ঠী যীশু খ্রিস্টের ধর্ম ও দর্শনের অনুসারী। যুগে যুগে মহামানবরা নিঃস্বার্থ আত্মনিবেদনের মাধ্যমে মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার পথ দেখিয়েছেন। মহান যীশু খ্রিস্টও একইভাবে তাঁর অনুসারীদের মানবপ্রেম, ক্ষমা ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করেছেন।

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তারেক রহমান বলেন, এ দেশের মানুষ আবহমানকাল ধরে স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। যীশু খ্রিস্ট মানুষকে ভালোবাসতে এবং সেবা, ক্ষমা ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন।

হিংসা-বিদ্বেষ ও আক্রোশ পরিহার করে সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা এবং সব ধরনের অবিচার ও নির্মমতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও শক্তিশালী করতে হবে।
তারেক রহমান বলেন, পৃথিবীর মানুষ জাতীয়, আন্তর্জাতিক, সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত নানা সমস্যায় জর্জরিত। মহামানবদের জীবনদর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবজীবনে ন্যায়নীতি, শান্তি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

তিনি বড়দিন উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

ভিওডি বাংলা/ এএইচএস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিমানবন্দরে ভিড় না করার আহ্বান
তারেক রহমানের প্রত্যাবর্তন সিলেট বিমানবন্দরে ভিড় না করার আহ্বান
ভবিষ্যত রাজনীতির বাতিঘর তারেক রহমান
ভবিষ্যত রাজনীতির বাতিঘর তারেক রহমান
মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
রবিউল আলম মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা