• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের সংবর্ধনা

৩০০ ফিট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ এ.এম.
রাজধানীর ৩০০ ফিট যেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। ছবি-ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। লাখ লাখ নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিকে ঘিরে মঞ্চ এলাকা ও আশপাশে বাড়ানো হয়েছে নজরদারি ও শৃঙ্খলা রক্ষার কার্যক্রম।

সরেজমিনে দেখা গেছে, কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট এলাকা পর্যন্ত স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন। মঞ্চের চারপাশে একাধিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

প্রবেশপথগুলোতে স্বেচ্ছাসেবকরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে আগত নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। অনুষ্ঠানস্থলের ভেতরে ও আশপাশে  ওয়াচ টাওয়ার থেকে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহভাজন কোনো পরিস্থিতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ টিম।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাখা হয়েছে মেডিকেল টিম ও জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র। হিটস্ট্রোক, অসুস্থতা কিংবা দুর্ঘটনার আশঙ্কায় অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা মঞ্চসংলগ্ন এলাকায় প্রস্তুত রয়েছে।

এক স্বেচ্ছাসেবক নেতা জানান, লাখো মানুষের সমাগম হবে এই বিষয়টি মাথায় রেখে আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাস্থ্যসেবা সবকিছু সমন্বয় করে কাজ করা হচ্ছে।”

নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, শান্তিপূর্ণভাবে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করাই মূল লক্ষ্য। এজন্য নেতা-কর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ৩০০ ফিট এলাকায় নেওয়া নিরাপত্তা ব্যবস্থা রাজধানীর সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ও সুসংগঠিত আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/সবুজ/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
'লিডার আসছে' স্লোগানে মুখর ৩০০ ফিট হাইওয়ে এলাকা
'লিডার আসছে' স্লোগানে মুখর ৩০০ ফিট হাইওয়ে এলাকা
মগবাজার ফ্লাইওভার থেকে ছোঁড়া ককটেলে পথচারী নিহত
মগবাজার ফ্লাইওভার থেকে ছোঁড়া ককটেলে পথচারী নিহত
আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে