• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোরে জনতার ঢল

নেতাকে একনজর দেখতে নেতাকর্মীদের নির্ঘুম রাত

নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে নির্ঘুম রাত কাটিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। ঠান্ডা উপেক্ষা করে ভোরেও আসছেন নেতাকর্মীদের বহর।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকা ঘুরে দেখা যায়, তারেক রহমানকে বরণে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশ।

নেতাকর্মী ও সমর্থকদের ‘মা, মাটি ডাকছে; তারেক রহমান আসছে’, 'তারেক ভাই বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে' ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-এমন নানা স্লোগানে চারপাশে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

ঠান্ডা উপেক্ষা করেই মানুষ ছুটে এসেছেন এই ভোররাতে। তারা বলছেন, ঠান্ডা-শীত কোনো বিষয় না। নেতাকে একনজর দেখতে পারলে এই কষ্ট স্বার্থক হবে।
 
বগুড়া থেকে আসা আলম বলেন, গতকাল দুপুরে এসেছি। সারারাত রাস্তাতেই ছিলাম। বাইরে অনেক ঠান্ডা। তবু বসে আছি সবার সঙ্গে।
 
ভোলা থেকে এসেছেন জিকু। তিনি জানান, নেতাকে একনজর দেখতে এতদূর থেকে ছুটে এসেছি। দেখতে পেলে সব কষ্ট স্বার্থক হবে।
 
প্রায় দেড় যুগ পর রাজসিক প্রত্যাবর্তন ঘটছে তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তার বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি পৌঁছানোর কথা।
 
তার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (ঢাকা সময় রাত ১২:৩৬ মিনিটে বৃহস্পতিবার) লন্ডন হিথ্রো থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে।
 
বিমান সূত্রে জানিয়েছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে আসছেন তারেক রহমান। রুটটি লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকার। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
 
ফ্লাইটে তারেক রহমানের বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়েছে। এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান।
 
এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপিতে বইছে উৎসবের জোয়ার। তাকে নজিরবিহীন গণসংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। ঐতিহাসিক সেই ক্ষণের সাক্ষী হতে বুধবার থেকেই পথে পথে ঢাকামুখী মানুষের ঢল নামে।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
'লিডার আসছে' স্লোগানে মুখর ৩০০ ফিট হাইওয়ে এলাকা
'লিডার আসছে' স্লোগানে মুখর ৩০০ ফিট হাইওয়ে এলাকা
মগবাজার ফ্লাইওভার থেকে ছোঁড়া ককটেলে পথচারী নিহত
মগবাজার ফ্লাইওভার থেকে ছোঁড়া ককটেলে পথচারী নিহত
আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে