• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাইজেরিয়ার মসজিদে বোমা হামলা: নিহত ৫, আহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ এ.এম.
নাইজেরিয়ার বোর্নো রাজ্যের মাইদুগুরির সজিদে বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে- ছবি: বিবিসি

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। দেশটির পুলিশের মুখপাত্র নাহুম দাসো এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, বর্নোর রাজধানী মাইদুগুরির গাম্বোরু মার্কেট এলাকার একটি মসজিদে সন্ধ্যার নামাজের সময় বিস্ফোরণটি ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন ছুটোছুটি করতে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পরের দৃশ্য দেখা গেছে-ধুলায় আচ্ছন্ন এলাকা এবং আতঙ্কিত মানুষের ভিড়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহুম দাসো জানান, বিস্ফোরণের পরপরই বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে সরকারিভাবে হতাহতের সংখ্যা জানানো হয়নি।

এদিকে মসজিদের ইমাম মাওলানা আবুনা ইউসুফ এএফপিকে বলেন, নিহতের সংখ্যা অন্তত আটজন। স্থানীয় মিলিশিয়া নেতা বাবাকুরা কলো জানান, নিহত হয়েছেন সাতজন। প্রত্যক্ষদর্শী মুসা ইউশাউ বলেন, তিনি বহু আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হতে দেখেছেন।

মাইদুগুরি দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠন বোকো হারাম এবং আইএস পশ্চিম আফ্রিকা প্রদেশের তৎপরতার কেন্দ্র হিসেবে পরিচিত। ২০০৯ সাল থেকে এ অঞ্চলে চলমান সহিংসতায় জাতিসংঘের হিসাব অনুযায়ী অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

নিরাপত্তা বাহিনীর দীর্ঘ সামরিক অভিযানের পরও এসব গোষ্ঠী এখনও প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিবিয়ায় সেনাপ্রধান নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
লিবিয়ায় সেনাপ্রধান নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
বিশ্বজুড়ে ২৫ ডিসেম্বর পালিত হয় বড়দিন
বিশ্বজুড়ে ২৫ ডিসেম্বর পালিত হয় বড়দিন
বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৭
বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৭