• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া (পাটুরিয়া) প্রতিনিধি    ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ এ.এম.
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট-ছবি-ভিওডি বাংলা

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে পদ্মা নদীতে দু’টি ফেরি আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ‘ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।’

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা তীব্র শীত ও কুয়াশার মধ্যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোর-১ আসনে বোনের বিপক্ষে মনোনয়ন ফরম তুললেন ভাই
নাটোর-১ আসনে বোনের বিপক্ষে মনোনয়ন ফরম তুললেন ভাই
এক-দুটি সিটের জন্য দল বিক্রি করা রাজনীতির জন্য লজ্জাজনক
হাসনাত এক-দুটি সিটের জন্য দল বিক্রি করা রাজনীতির জন্য লজ্জাজনক
মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদ মাহমুদ মাসুদ
ফেনী-৩ মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদ মাহমুদ মাসুদ