• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নীলফামারীতে ওষুধের দোকানের আড়ালে মাদক বিক্রি, আটক ১

নীলফামারী প্রতিনিধি    ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

নীলফামারীর কিশোরগঞ্জে নেশাজাতীয় ২০০ পিস টাপেন্টাটল ট্যাবলেটসহ পেয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতের দিকে শহরের ফুট ভিলেজ হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। পেয়ারুল ইসলাম সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব মন্ডল টারির মোকলেছুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, পেয়ারুল দীর্ঘদিন ধরে ওষুধের দোকানের আড়ালে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ২০০ পিস টাপেন্টাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসির উপ-পরিদর্শক সাকিব সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেয়ারুল ইসলামকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছে।’

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোর-১ আসনে বোনের বিপক্ষে মনোনয়ন ফরম তুললেন ভাই
নাটোর-১ আসনে বোনের বিপক্ষে মনোনয়ন ফরম তুললেন ভাই
এক-দুটি সিটের জন্য দল বিক্রি করা রাজনীতির জন্য লজ্জাজনক
হাসনাত এক-দুটি সিটের জন্য দল বিক্রি করা রাজনীতির জন্য লজ্জাজনক
মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদ মাহমুদ মাসুদ
ফেনী-৩ মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদ মাহমুদ মাসুদ