• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রিয়াল ছেড়ে লিঁওতে এনদ্রিক, শুভকামনায় ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এ.এম.
এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র। সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওতে যোগ দেওয়ার পর ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের উদ্দেশে হৃদয়ছোঁয়া বার্তা পাঠিয়েছেন তার স্বদেশি সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র।

নিয়মিত খেলার সুযোগের সন্ধানে সান্তিয়াগো বার্নাব্যুর আলোঝলমলে মঞ্চ ছেড়ে লিগ আঁ-তে পা রাখছেন ১৯ বছর বয়সী এনদ্রিক। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদে নিজের জায়গা নিশ্চিত করতে না পারায় এই লোন মুভকে ক্যারিয়ারের বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি।

সামাজিক মাধ্যমে এক উৎসবমুখর ভিডিওতে অলিম্পিক লিঁও তাদের নতুন ৯ নম্বর জার্সিতে এনদ্রিককে উন্মোচন করে। ক্রিসমাস লাইটে সজ্জিত পরিবেশে হাঁটতে হাঁটতে ক্যামেরার সামনে হাসিমুখে তিনি বলেন, ‘ক্রিসমাস আগেভাগেই এসে গেছে।’

আগামী ২৯ ডিসেম্বর নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন এনদ্রিক। তবে ফরাসি নিবন্ধন বিধির কারণে ৩ জানুয়ারির লিগ ম্যাচে মোনাকোর বিপক্ষে তার অভিষেক হচ্ছে না। কারণ, তার চুক্তি ১ জানুয়ারির আগে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে না।

এদিকে ইনস্টাগ্রামে এনদ্রিকের উদ্দেশে ভিনিসিয়ুস জুনিয়র লেখেন, ‘আমার ভাই বব, শুভকামনা। আমরা এখানে তোমার জন্য অপেক্ষা করছি।’ এই বার্তা ব্রাজিলের নতুন প্রজন্মের ফুটবলারদের পারস্পরিক ভ্রাতৃত্বেরই প্রতিচ্ছবি।

কিশোর বয়সে মাদ্রিদে এসে কঠিন সমালোচনার মুখে পড়েও নিজেকে প্রতিষ্ঠিত করা ভিনিসিয়ুসের অভিজ্ঞতা যেন এনদ্রিককে ধৈর্য ধরার বার্তাই দিচ্ছে—সঠিক পরিবেশ বদলে দিতে পারে সবকিছু।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এনদ্রিক মাঠে নেমেছেন মাত্র চার ম্যাচে, যা তার রিয়ালে যোগ দেওয়ার সময়কার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আগের কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম মৌসুমে তিনি খেলেছিলেন ২২ ম্যাচ।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ম্যাচ টাইমের গুরুত্ব অপরিসীম। আনচেলত্তি আগেই বলেছিলেন, ‘নাম নয়, ফর্মই শেষ কথা।’ লিঁওতে নিয়মিত খেলার সুযোগ পেলে জাতীয় দলে ফেরার পথ আরও মসৃণ হতে পারে এনদ্রিকের জন্য।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পয়েন্ট টেবিল ওলট-পালট নিউজিল্যান্ডের
টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল ওলট-পালট নিউজিল্যান্ডের
ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার জয়
লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার জয়
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান যুব দল
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান যুব দল