• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের জন্য বিমানবন্দরে লাল-সবুজের বুলেটপ্রুফ বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাকে বহন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে আনা হয়েছে লাল-সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাস। সকালে কড়া নিরাপত্তার মধ্যে বাসটি বিমানবন্দরে প্রবেশ করে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, বিশেষভাবে প্রস্তুত করা বাসটি লাল ও সবুজ রঙের। বাসের দুই পাশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সাঁটানো হয়েছে। বাসটির জানলাগুলো বিশেষ নিরাপত্তা কাচে ঘেরা।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান এই বাসে চড়েই এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। সেখানে তিনি চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখবেন। হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় এক সমাবেশে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে সতর্কাবস্থায় দেখা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বদেশ প্রত্যাবর্তনে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন
স্বদেশ প্রত্যাবর্তনে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন
সিলেট পৌঁছেছেন তারেক রহমান
সিলেট পৌঁছেছেন তারেক রহমান
তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি
তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি