• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বদেশ প্রত্যাবর্তনে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এ.এম.
সালাহউদ্দিন আহমদ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন-ছবি-ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের বলেন, “তারেক রহমানকে একনজর দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে। দেশের মানুষ এবং সারা বিশ্ব এটি দেখবে। ইনশাল্লাহ, আমরা আশা করি এই মুহূর্তকে ভবিষ্যতের জন্য ঐতিহাসিকভাবে স্মরণীয় করে রাখতে পারব।” 

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘ ১৬-১৭ বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রের জন্য। সেই গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে।”

মগবাজারে সংঘটিত বোমা হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে ও বিদেশে সক্রিয়। তারা চেষ্টা করবে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে, নির্বাচনের প্রক্রিয়াকে ব্যর্থ করতে। তবে, এটা দুঃস্বপ্ন মাত্র। যারা অগণতান্ত্রিকভাবে বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইবে, আমরা সম্মিলিতভাবে সবাইকে নিয়ে প্রতিহত করব, ইনশাল্লাহ।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা
তারেক রহমান বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা
তারেক রহমানের জন্য বিমানবন্দরে লাল-সবুজের বুলেটপ্রুফ বাস
তারেক রহমানের জন্য বিমানবন্দরে লাল-সবুজের বুলেটপ্রুফ বাস