প্রাথমিকে নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন নির্দেশিকা প্রকাশ করেছে।
আগামী ২ জানুয়ারি, তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সকল জেলায় পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০টা থেকে বেলা ১১:৩০ পর্যন্ত পরীক্ষা চলবে। দুই ধাপে আবেদন করা প্রার্থীদের একই দিনে পরীক্ষা দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) ১০,২১৯ শূন্য পদে ৭,৪৫,৯২৯ আবেদন জমা পড়েছে। দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৪,১৬৬ শূন্য পদে ৩,৩৪,১৫১ আবেদন হয়েছে। দুই ধাপ মিলিয়ে মোট ১৪,৩৮৫ শূন্য পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১০,৮০,০৮০, অর্থাৎ প্রতি পদে গড়ে প্রায় ৭৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা:
কেন্দ্রে প্রবেশের সময়: পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে এক ঘণ্টা আগে (সকাল ৯টার মধ্যে) কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশপথ বন্ধ করা হবে।
তল্লাশি: নারী ও পুরুষ প্রার্থীদের আলাদাভাবে তল্লাশি করা হবে। প্রয়োজনে হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে।
কান উন্মুক্ত রাখতে হবে: ব্লুটুথ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস শনাক্তের জন্য প্রার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে।
নিষিদ্ধ ডিভাইস: মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, ঘড়ি, পার্স বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরণের জিনিস পাওয়া গেলে পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্নপত্র ও ওএমআর শিট: প্রার্থীদের একটি ওএমআর শিট দেওয়া হবে যা কালো বলপয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। পেনসিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে। পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও উত্তরপত্র উভয়ই পরিদর্শকের কাছে জমা দিতে হবে; প্রশ্নপত্র সঙ্গে নেওয়া যাবে না।
প্রতিটি কেন্দ্রে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি পরীক্ষা পরিচালনা করবে। ভুয়া পরীক্ষার্থী বা অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/জা




