• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে মহড়া

বরগুনা প্রতিনিধি    ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এ.এম.
দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে মহড়া। ছবি: ভিওডি বাংলা

বরগুনার তালতলী উপজেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি-ভিত্তিক ঘূর্ণিঝড় প্রস্তুতি মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকালে সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।

সোনাকাটা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উন্নয়ন সহযোগী সংস্থা স্টার্ট নেটওয়ার্ক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর যৌথ সহযোগিতায় এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া অনুষ্ঠানে সোনাকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. টিপু সুলতান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আল আমিন, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. তহিদুজ্জামান এবং জাগোনারীর পরিচালক ডিউক ইভনে আমিন। 

মাঠ মহড়ায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস গ্রহণ, সতর্ক সংকেত প্রচার, নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের বাস্তবভিত্তিক প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে দুর্যোগ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, দুর্যোগের পূর্বে প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন করণীয় এবং দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে এ ধরনের মহড়া অত্যান্ত কার্যকর ভূমিকা রাখে। জানমাল রক্ষায় স্থানীয় পর্যায়ে নিয়মিত এমন মহড়া আয়োজনের প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বআরোপ করেন।

উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং প্রাণহানি ও সম্পদ ক্ষতি কমানোর লক্ষ্যে জাগোনারী নিয়মিতভাবে স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

ভিওডি বাংলা/ জাহিদুল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোর-১ আসনে বোনের বিপক্ষে মনোনয়ন ফরম তুললেন ভাই
নাটোর-১ আসনে বোনের বিপক্ষে মনোনয়ন ফরম তুললেন ভাই
এক-দুটি সিটের জন্য দল বিক্রি করা রাজনীতির জন্য লজ্জাজনক
হাসনাত এক-দুটি সিটের জন্য দল বিক্রি করা রাজনীতির জন্য লজ্জাজনক
মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদ মাহমুদ মাসুদ
ফেনী-৩ মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদ মাহমুদ মাসুদ